সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও
আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
২৬ বাংলা টিভি 11-Nov-2025 26
আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা আছে, সেই সকল মামলাই তুলে নেব।
ফখরুল আরো বলেন,
আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিহিংসাও চাই নাহ। সেই কারণেই
আওয়ামী লীগের মতন মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবো ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় এসব তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।
আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি আরো বলেন, আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা-ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি।
জামায়াত এর অনড় অবস্থান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। শুধু জামায়াত নয়, কোন রাজনৈতিক দলের কোন অন্যায় আবদার মেনে নেবে নাহ বিএনপি। আর বিএনপি এমন কোন খড়কুটোর দল নয়, যে এমন ছোট খাটো দলের খোট খাটো হুমকি ধামকিতে ভয় পেয়ে যাবে। বিএনপির সাথে এদেশের জনগণ আছে। সেই জনগণই আমাদের শক্তি। সেই জনগণের শক্তি দিয়েই নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও হুসিয়ারি দেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ।
এ সময় জেলা ও উপজেলা বিএনপিসহ এর
জেলা-উপজেলা শাখাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com